জয় পরাজয় যাই আসুকনা - TopicsExpress



          

জয় পরাজয় যাই আসুকনা কেন,মৃত্যু ভিন্ন আমার মুক্তির অন্য কোন পথ নেই। >কথাটা নাটকের উক্তি হলেও আমার কাছে এখন এটাই সবথেকে বড় সত্যি মনে হচ্ছে। তবে এখানে আমার ক্ষেত্রে মৃত্যুর সাথে পড়ালেখা তুলনীয় হয়ে উঠেছে। যেমন, সাফল্য আসুক না আসুক,অধ্যয়ন ব্যাতিত আমার স্বপ্ন পুরনের অন্য কোন উপায় নেই আজব এক দেশের খুদ্র এক নগরীর অতিব নগন্য এক ছাত্র(me) কে নিয়ে একেক জনের একেক ধারনা। খুব কম জনের কাছেই হয়তো ভালো, হয়তো তাদের কাছেও খারাপ। তবে সবার দৃষ্টিতে রেজাল্টের দিক দিয়ে কিছুটা ভালো ছিলাম,তাই হয়তো মন থেকে ভাল না বললে ও বাইরে ঠিকই অমৃত বাণী ছড়তো। কিন্তুু আজ যখন সব দিক থেকে পিছিয়ে পরছি তখন তারাই চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে আসলে তুই(me) কিছুই না! >*আবার যদি সেই পুর্বের মত হয়ে যেতে চেষ্টা করি তখন তারাই এসে আলাপ জমাবে। _এটাতো just এখনকার কথা বললাম,যদি HSC results আর ADMISSION এর কথা বলি তাহলেতো জিবনের চরম বেদনাদায়ক বাস্তবতা হয়ে উঠবে যদি কোথাও chance না হয়। থাক সেই তিক্ত ভবিষ্যৎ বাস্তবতা। তবে কথাটা আবার বলতে চাই সাফল্য আসুক না আসুক,অধ্যয়ন ব্যাতিত আমার স্বপ্ন পুরনের অন্য কোন উপায় নেই। ✘✘✘✘✘✘✘✘✘✘✘✘✘✘✘✘✘✘✘ >>>>>>>®
Posted on: Fri, 28 Nov 2014 20:37:07 +0000

Trending Topics



y" style="min-height:30px;">
Will Obamacare Survive the Supreme Court a Second Time? Meghan
When the lights go out We hear the silence We know the
westinsouthfielddetroit/ Southfield, MI – Westin Southfield
CATEGORIA 150 COPA LITORAL SUL: Nº PILOTO CIDADE 1ª 2ª 3ª 4ª
WHERE DO WE FIND SATISFACTION? ITS WHEN WE ARE FUNCTIONING IN WHAT
Thank you guys for all the beautiful and inspiring messages and

Recently Viewed Topics




© 2015