দুইজনের কথা মনে পড়ছে-১. - TopicsExpress



          

দুইজনের কথা মনে পড়ছে-১. প্রফেসর রনজিত গুহ ২. জাক দেরিদা| প্রথমজন বাঙালী অধ্যাপক|অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটি| He is treated as the Founding Father of Sub-Altern History. আগের ইতিহাস ছিল রাজা-বাদশার,শাসকের পরাক্রম আর পরাজয়ের ইতিহাস| আমাদের এই অধ্যাপক দেখিয়েছেন কীভাবে ইতিহাসের ভিন্নপাঠ নিতে হয়| কীভাবে গানে-গদ্যে-লোককথায় মিশে থাকে ব্যক্তির ভালোলাগা এবং কীভাবে এটি ম্যাক্রো বা সামষ্টিকভাবে জাতির জীবনধারা নির্মান করে এবং হিস্টোরিক্যাল অবজেকটিভিটি ডিফাইন করে| দ্বিতীয়জন দেরিদা| উনি কালচারকে বলছেন টেক্সট| টেক্সট ইমপোর্টেন্ট কিন্তু রিডার তার চাইতেও ইম্পোর্টেন্ট| ব্যক্তিই ঠিক করে অর্থটি কী হবে| আহা! কতদিন পড়ি না ফুকো| দুই বছর আগে পাইরেটেড কপি জোগাড় করেছি ফুকোয়ামার- The Origin Of Political Orders. পড়াই শুরু করতে পারলাম না|উনার বিখ্যাত বই-The End of History.গণতন্ত্র জিতে গিয়েছে, ক্যাপিটালিজম স্থির ভিত্তি পেয়েছে| সুতরাং আর ইতিহাস তৈরি হবে না| কারন ইতিহাস তৈরি হয় আদর্শিক দ্বন্দ্ধে| কনফ্লিক্ট নাই, হিস্ট্রিও নাই|তবে শুরু করা যাক আবার| গ্রন্থপাঠই হচ্ছে বিশুদ্ধ কাজ|
Posted on: Fri, 14 Mar 2014 10:07:28 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015