▓▒ দৃষ্টি আকর্ষণ - TopicsExpress



          

▓▒ দৃষ্টি আকর্ষণ ▒▓ █████████████ সত্য মিথ্যা জানিনা সবার কাছে অনুরধ নিউজ টি যাচাই করার কিছু কুচক্রী মহল বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড হতে আজ সন্ধ্যা নাগাদ প্রকাশিত আগামীকাল ০৮ ই অক্টোবর ২০১৩ ইং তারিখ হতে অনুষ্ঠিত হতে যাওয়া ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এর পর্ব সমাপনি পরীক্ষার নোটিশ এর ছবি পরীক্ষা নিয়ন্ত্রক এর সাক্ষর সহকারে হুবুহু নকল করে ছবি আকারে ফেসবুক এ আপলোড করে প্রকাশ করে প্রচরনা চালাচ্ছে যে আগামী ০৮,০৯,১০ অক্টোবর ২০১৩ ইং পরীক্ষা অনিবার্য কারন বশত স্থগিত ঘোষণা করা হয়েছে যাহা সম্পূর্ণ ভিত্তিহীন সংবাদ । তাই কোন ছবি তে দেখা তথ্য এর ভিত্তিতে পরীক্ষা প্রস্তুতি কমিয়ে না দিতে সকল কে পরামর্শ দেয়া গেল । আগামী ০৮ ই অক্টোবর ২০১৩ ইং হতে যথারীতি পূর্ব ঘোষিত সময়সূচী অনুসারে পরীক্ষা অনুষ্ঠিত হইবে ।
Posted on: Mon, 07 Oct 2013 16:49:14 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015