:::::::::::::::::::::::::পাত্রী - TopicsExpress



          

:::::::::::::::::::::::::পাত্রী চাই:::::::::::::::::::::::: একজন Graduate, English জানা ঘুরনপ্রিয় পাত্রের জন্য একজন অঘটনঘটনপটীয়সী পাত্রী চাই!!! শর্তঃ - মেয়েকে আমার চেয়ে দুই ইঞ্চির বেশী কিন্তু চার ইঞ্চির কম খাটো হলেই হবে। - মেডিক্যাল বা ইঞ্জিনিয়ারিং এ অনার্স পড়ুয়া (পাশ হলে হবে না) , জিপিএ তিন দশমিক দুই থেকে থেকে তিন দশমিক পাঁচ এর মধ্যে। - সামান্য গান জানা (নাচ না), একটু লাজুক (কিন্তু হট), শান্ত (কিন্তু মাঝেমাঝে একটু দুষ্টু), সামান্য রান্না জানা, ভালো বংশ, ঢাকায় ঠিকানা আর সামান্য পরিচিতি, দেশের বাড়ি নোয়াখালী (বরিশাল, কুমিল্লা বা চিটাগাং নয়) - পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে (ফজর ক্বাযা গ্রহণযোগ্য), - কোন ছেলে বন্ধু নেই, বাবা সরকারী চাকুরে, মা হাউজ ওয়াইফ, - ভাই বোন থাকতে হবে (এক বাপের মেয়েরা একটু বেশী ইয়ে হয়) তবে দুইজনের বেশী নয়, - শুকনা তবে কাঠি নয়, বুদ্ধিমতী তবে চালাক নয়, মেয়েকে একটু পত্রিকা আর সাহিত্য পড়ুয়া হতে হবে (আমরা একটু কালচারাল ফ্যামিলি তো তাই)। if u r interested then Write a letter "why u want to marry me" within 200-250 words.
Posted on: Fri, 12 Jul 2013 06:49:55 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015