পেনড্রাইভের শর্টকাট - TopicsExpress



          

পেনড্রাইভের শর্টকাট সমস্যা? কম্পিউটারে অনেকেই শর্টকাট ভাইরাস নিয়ে সমস্যায় পড়েন। বিশেষ করে নিজের কম্পিউটারের বাইরে কোথাও পেনড্রাইভ ব্যবহার করলে অনেক সময় এ ধরনের ভাইরাস পেনড্রাইভে প্রবেশ করে। এই ভাইরাসের কারণে আপনি যখন আপনার পেনড্রাইভ কম্পিউটারে ঢুকাবেন, সঙ্গে সঙ্গে সবগুলো ফাইল এবং ফোল্ডার শর্টকাট হয়ে যায়। চাইলে আপনি আবার আপনার শর্টকাট ফাইলগুলোকে ফিরিয়ে আনতে পারেন। এ জন্য প্রথমে রানে গিয়ে cmd (Command Prompt) লিখুন এবং এন্টার করুন।এরপর আপনার পেনড্রাইভ ড্রাইভ লেটার যদি E হয়, তাহলে লিখুন E:G এবং এন্টার করুন। এখন Attrib /S /D -R -S ~H লিখুন এবং এন্টার করুন। এবার দেখুন আপনার পেনড্রাইভের সব শর্টকাট ফাইল এবং ফোল্ডার ঠিক হয়ে গেছে। শর্টকাট হওয়া থেকে ফোল্ডার বা ফাইলকে বাঁচাতে আপনার পেনড্রাইভে একটি ফোল্ডার তৈরি করে রাখুন এবং ফোল্ডারটিকে rename করে নাম দিন “?.dat”। ? লেখার জন্য আপনার কি- বোর্ডের Alt চেপে ধরে নিউমারিক কি প্যাডের ৩ চাপ দিয়ে ছেড়ে দিন এবং .dat/.mkv/.jpg ইত্যাদি নাম দিন। এরপর আপনার পেনড্রাইভে যখনই কোনো ফাইল রাখবেন, এই ফোল্ডারটির ভেতরেই রাখবেন। এই ফোল্ডারে শর্টকাট ভাইরাসের কোনো প্রভাব পড়বে না। —
Posted on: Wed, 25 Sep 2013 02:00:20 +0000

Recently Viewed Topics




© 2015