পটিয়া সরকারি কলেজ - TopicsExpress



          

পটিয়া সরকারি কলেজ হিসাববিজ্ঞান ও ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে আগামী ১৬ আগষ্ট ৪র্থ বর্ষ ফাইনাল পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের জন্য Transition from Study to Employment শীর্ষক একটি Workshop এবং ম্যাগাজিন বিতরণ অনুষ্ঠিত হবে। আগ্রহী ছাত্রছাত্রীদের ০১৭১১-১৩১৯৫১ এই নাম্বারে(নাম ও ডিপার্টমেন্ট এস এম এস করে ) রেজিস্ট্রেশন করার জন্য নির্দেশ দেওয়া যাচ্ছে। উল্লেখ্য, রেজিস্ট্রেশন ছাড়া Workshop এ অংশগ্রহণ করা যাবে না। (by nazim uddin sir)
Posted on: Sat, 09 Aug 2014 07:46:10 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015