প্রিলিমিনারি - TopicsExpress



          

প্রিলিমিনারি মেডিকেল অনেকেরি প্রিলিমিনারি মেডিকেল নিয়ে কনফিউশন আছে। তাই আজ প্রিলিমিনারি মেডিকেল নিয়ে এই পোস্ট টা দেয়া হল। 1. Hight test. (at least 54 for man and 51 for women) 2. Weight test. 3. Eye test (normal ) 4. Blood pressure test ( 110-70) 5. Colour blind test 6. Nose and Ear test 7. Teeth test 8. Knee kocking test(সোজা হুয়া পা এর গিরা লাগিয়ে দাঁড়ালে যদি হাঁটু একসাথে লেগে যাই, তাকে বলে নিই লক) 9. Vericose Vain test (হাঁটুর পিছনের যে জয়েন্ট থাকে তাকে vericose vain বলে। দৌড় বা লাফালাফি করার পর যাদের এটা ফুলে যায়, তারা সিলেক্ট হবে না। ) 10. Penis and scrotam(অণ্ডকোষ) test 11. Piles test (এই টেস্ট এ পায়ু পথ দেখা হয়।) মেডিকেল টেস্ট আ অবশ্যই কাপড় খুলতে হবে। তবে শুধু ডাক্তার এর সামনে। তাই সবাই আন্ডারঅয়ার পরে যাবে এবং যতো লাজ-লজ্জা আছে সব ঘরে রেখে যাবে। বিঃদ্র: মেয়েদের ১০ ও ১১ নং টেস্ট হয় না। ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকেই ডিফেন্স কেয়ার চট্টগ্রামে প্রিলিমিনারি ব্যাচ শুরু হবে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ কর। ডিফেন্স কেয়ার , চট্টগ্রাম যোগাযোগ : স্কলার ভবন,( সেন্ট্রাল প্লাজার পিছনে, UCC এর পাশে), জিইসি, চট্টগ্রাম। ০১৬৭৫৬০৭১২৬ (01675607126) Fb id :facebook/defencecare.ctg
Posted on: Thu, 20 Nov 2014 04:33:15 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015