"প্রতারণা" অনুপ।। ঢাকা - TopicsExpress



          

"প্রতারণা" অনুপ।। ঢাকা ইউনিভার্সিটি তে অনার্স ২য় বর্ষে পড়ালেখা করতো।। খুব সাদাসিদে এক ছেলে।। বাবা খুব ছোটখাটো এক চাকরী করতো।। কোন রকমে চলে যেত তাদের।। তনিমা।। অনুপের এক ছাত্রীর বড় বোন।। অসাধারন দুটি চোখ আছে তনিমার।। অনুপ নাকি সেই চোখ দেখেই প্রেমে পড়েছিল তনিমার।। অনুপ আর তনিমা নিয়মিত টিএসসি তে দেখা করতো।। এইখানে বলে রাখা ভালো, তনিমা ছিল উচ্চবিত্ত পরিবারের এক মেয়ে।। অনুপের টিউশনির প্রায় বেশিরভাগ টাকাই বরাদ্দ থাকতো তনিমা আর নিজের পড়ালেখার খরচের জন্য।। অসম্ভব ভালোবাসতো তনিমাকে।। খুব ভালোভাবেই চলতে লাগলো দুজনের প্রেম।। অনুপ অনার্স শেষ করে মাস্টার্স এ ভর্তি হল।। তনিমার বাবা খুব বড় একজন ব্যবসায়ির সাথে তনিমার বিয়ে ঠিক করল। তনিমা রাজি হয়ে গিয়েছিল।। অনুপকে একদিন এসে তনিমা বলেছিল," তোমারকরলে তুমি না পারবে আমাকে একটা দামি শাড়ি কিনে দিতে, না পারবে আমাকে একটা দামি কোন রেস্টুরেন্টে নিয়ে গিয়ে ডিনার করাতে"।। অনুপ সেইদিন অনেক কষ্টে চোখের জল আটকে রেখে বলেছিল," তনিমা, দামি শাড়ি, দামি রেস্টুরেন্টে নিয়ে গিয়ে হয়তো তোমাকে কিছু খাওয়াতে পারবো না তবে অফুরন্ত ভালোবাসা দিতে পারতাম।। তোমাকে অফুরন্ত অনেক দামি কিছু মুহূর্ত দিতে পারতাম যা কয়েক হাজার কোটি টাকা দিয়েও হয়তো কিনতে পারতে না।।" তনিমা খুব উচ্চস্বরে হেসে সেইদিন বলেছিল, " দেখ, টাকা টা খুব ইম্পরট্যান্ট।তোমার একটা ভালো চাকরী নেই।। টিউশনি করে আর কয় টাকা পাও?? আমি যাচ্ছি।। তুমি ভালো থাকিও।।" অনুপ তখন তনিমার চলে যাওয়া দেখতে দেখতে মনে মনে বলল, "তনিমা, মাত্র ১ বছর অপেক্ষা করলেই তো আমি মাস্টার্স টা কমপ্লিট করে একটা ভালো চাকরীর জন্য চেষ্টা করতাম।।" সেইদিন অনুপ ঘরে এসে তার মাকে জড়িয়ে ধরে অনেক কেঁদেছিল।। সারারাত কেঁদেছিল।। পরদিন সকালবেলা এক অন্য অনুপকে দেখতে পেল সবাই।। সদা হাস্যময় অনুপের মুখে হাসি নাই।। সবার সাথে কথা বলা অনুপ চুপ হয়ে গেল।। অনুপ সেইদিনই চলে গেল বান্দরবনের এক গহীন জায়গায়।।অনুপের মাস্টার্স টা আর কমপ্লিট করা হল না।। এখন সে সেইখানকার স্থানীয় ছেলে মেয়েদের ইংলিশ শেখায়।। শুদ্ধ বাংলা ভাষা শেখায় তাদের।। অনুপের বাবা মা অনুপকে প্রতি মাসে একবার গিয়ে দেখে আসে।। সে প্রতিজ্ঞা করেছে, সে আর কোনদিনই ঢাকা যাবে না।। সে এখন নিজে রান্না করে খায়।। সে যেইখানে থাকে সেইখানকার প্রতিটি মানুষ অনুপ কে অসম্ভব সম্মান করে এবং ভালোবাসে।। তাদের সাহায্য সহযোগিতাই অনুপ খুব ভালোভাবেই দিন যাপন করছে।। তনিমার কথা ভেবে সে হাসে।। মেয়েটা বড্ড বেশি বোকা।। বুঝলো না অনুপের ভালোবাসা।
Posted on: Sun, 29 Sep 2013 04:16:22 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015