` ফাইনালি একখান - TopicsExpress



          

` ফাইনালি একখান স্ট্যাটাস দেয়ার শক্তি অর্জন করেছি ! :P কিছু হাইলাইটস তো দেয়াই লাগে, হাজার হোক দিনটা বেশী এপিক ছিল !! :D - সকাল সকাল উসাইন বোল্ট দৌড়ে বাসে উঠা, - গুলশান ২ এ আড্ডা গল্প, - পিচ্চির ৬ নম্বর হাসি, - বুশরার আশুরার নামাজ, - আপুর তানিম অ্যাডভার্টাইজিং, - শো হাগ আ Hug ই, - ড্রাগন সিকিউরিটিজ্‌ এ সেলফি উৎসব, - ব্রোকারেজ ফার্মে গপ্পসপ্প, ইনভেস্টমেন্ট দুনিয়ার কুশলাদি, ইনভেস্টর আঙ্কেল-অ্যান্টির সাথে মত বিনিময় সভা, - নিচে নেমে আবারও মানুষজনকে ভড়কে দেয়া সেলফি উৎসব, - মহিলা সিটে হাসিখুশী লেগুনা ভ্রমণ, - খামারবাড়ি হয়ে ধানমণ্ডি স্টার কাবার যাত্রা, - ভরপেট উদরপূর্তি উইথ কাচ্চি, লেগ রোস্ট, নান, ফিরনি, বোরহানি, - ব্যর্থ ফটোগ্রাফি মানিব্যাগ মোবাইল নিয়ে, - আপুর নির্বাচনী প্রচারণার কারণে প্রস্থান, - আচমকা পরিকল্পনায় বলাকা যাত্রা উইথ ভাই ব্রাদারজ্‌, সেলফি-ফটোশুট, - সজুনের (প্রায়) ব্যাম্বু খাওয়া, অলির নাটক, বুবসির চমক, টিপোর লাল টিপ আর দেলোয়ার ভাই এর সাথে প্রথম সাক্ষাত, - বলাকায় যেয়ে অশালীন উরাধুরা বাংলা মুভি দেখা এনার্জেটিক দর্শকের সাথে, - মুভির ঝটকার শেষে আরেক দফা আড্ডা, গতির সাথে স্পীড পান, - আইডিবি যাত্রা, তড়িঘড়ি করে জিনিষপাতি কেনা, - উজ্জ্বলের মহিলা সিট ভ্রমণ, - মিরপুরে সেলিম ভাইয়ের স্পেশাল চা - তে বসে ফিলিংসের সান্নিধ্য পাওয়া, - স্পেশাল লেবুর শরবত, মালটার শরবত, কোল্ড চকোলেট কফি, ম্যাঙ্গো শেক আর (টিপোর) ব্যানানা শেক পান, - উজ্জ্বলের ঠাণ্ডা ঠাণ্ডা ফিল, টিপোর বিসর্জন, পিচ্চির দাদাগিরি, - ইটিসিতে ধিনকাচিকা ভ্রমণ শেষে অবশেষে ব্যাক টু হোম সুইট হোম !! বের হয়েছিলাম দুপুর ১১টা, ফিরতে ফিরতে রাত সাড়ে নয়টা.. ফিলিংসে ভরা জীবন মোদের, ভালোবাসি তোদের !
Posted on: Mon, 03 Nov 2014 16:21:47 +0000

Recently Viewed Topics




© 2015