ফিলিস্তিনের গাজা - TopicsExpress



          

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইজরাইলী বাহিনীর অমানুষিক বর্বরতা এবং নির্বিচারে চলছে মহিলা ও শিশু হত্যা। আমরা কি শুধু দোয়াই করবো? অবশ্যই কিছু করার আছে। অনেক টাকাইতো খরচ করি। বন্ধুরা মিলে বিশ পঞ্চাশ টাকা করে তুলে নিচের ঠিকানায় নাহয় পাঠিয়ে দিন! এটা বাংলাদেশে ফিলিস্তিন দুতাবাসের ঠিকানা। ওরা ওদের দেশের জন্যে এখান থেকে ফান্ড জমা করছে। যত কম টাকাই হোক, আপনার টাকায় হয়তো একটা আহত বাচ্চার একদিনের ওষুধ খরচও হবে। ঢাকার বাইরে যারা আছেন, তারা টেলিফোন নাম্বারটাতে ফোন করে বিকাশে টাকা পাঠানোর নিয়ম জেনে নিতে পারবেন। ফিলিস্তিন দুতাবাসের ঠিকানাঃ CES (C) #4, Road #118, Gulshan Model Town, Dhaka. Telephone: 9893895-6, Fax: 8823517 এছাড়া সাহায্য ফিলিস্তানে পৌছে দিতে রেড ক্রিসেন্ট বাংলাদেশেও যোগাযোগ করতে পারেন। রেড ক্রিসেন্টের ঠিকানাঃ Address: National Headquarters 684-686 Bara Maghbazar Dhaka 1217 Postal Address G.P.O. Box 579, Dhaka Contact Information Tel: (880) (2) 8319366/9330188/9330189/9350399/8314701/9352226 Fax: (880) (2) 8311908 / 9352303 Telex: 632232 BDRC BJ Telegram: RED CRESCENT DHAKA. টাকা না দিতে পারলে শেয়ার
Posted on: Sat, 12 Jul 2014 08:22:39 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015