ফেসবুকে এক ছোট ভাই আমার - TopicsExpress



          

ফেসবুকে এক ছোট ভাই আমার ফোন নাম্বার নিছিল,কিছুদিন আগে রাত ৩ টার সময় সে আমারে ফোন দেয়। আমি তখন গভীর ঘুমে। আমিঃ হ্যালো... কে বলছেন? ছেলেঃ ভাই আমি অমুক,কি করতেছেন? আমিঃ লুঙ্গি কাছা মাইরা পুকুরে সাঁতার কাটতেছি,চাইলে তুমিও আমারসাথে জয়েন দিতে পার। ছেলেঃ হে হে , ভাই মশকরা করেন,এখন তঘুমানোর সময় , সাঁতার কাঁটার সময় না। আমি আসলে অন্য উদ্দেশ্যে আপনাকে ফোন দিছি। আমিঃ বল... ছেলেঃ একটু আগে গার্লফ্রেন্ডের সাথে ঝগড়া হইছে,সে রাগ করে ফোন রেখে দিছে,এই জন্য আপনারে ফোন দিছি। আমিঃ আমারে কি করতে হবে। ছেলেঃ কিছু করতে হবেনা,আপনি শুধু আমার সাথে কথা বলতে থাকেন, সে যদি আমারে ফোন দেয় , তখন আমার ফোন সে ওয়েটিং দেখবে মনে করবে নতুন কোন মেয়ের সাথে কথা বলতেছি আর আমার সাথে ঝগড়া করবেনা ,দেখছেন আমার কতবুদ্ধি ,এক্কেরে মাস্টার প্ল্যান। আমিঃ এর চেয়ে ভাল বুদ্ধি আমি দেই,তোমার গার্লফ্রেন্ডের নাম্বারটা আমারে দাও,আমি তারে ফোন দেই...তখন তুমি তারে ফোন দিলে দেখবা ফোন ওয়েটিং ,তুমি আর তার সাথে ঝগড়া করতে পারবা না... এক্কেরে মাস্টার প্ল্যান। ছেলে ফোন রেখে দিল,বুঝলাম না কেন জানি আমার মাস্টার প্ল্যান তার পছন্দ হয় নাই। নাহ,আজকাল ভাল বুদ্ধির দাম নাই।সবাই অন্যের ঘাড়ভাইঙ্গা খাইতে চায়। yk
Posted on: Fri, 21 Jun 2013 15:15:20 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015