ফেসবুক ও কিছু কথা - TopicsExpress



          

ফেসবুক ও কিছু কথা . স্টাটাস দারা ফেসবুক এ বিনোদন পাওয়া গেলে ও অনেক সময় , ফেসবুক আবালদের দারা ও বিনন্দন পাওয়া যায় . ফ্রেন্ড লিস্টের এক ফ্রেন্ড এর স্টাটাস গুলা এইরকম ( লাইক বেক , ফলো মি , কমেন্ট বেক, গুড মর্নিং ) দেখে মেসেজ করলাম , ভাই ভালো কিছু লেখা যায় না ? হালায় কইল তাঁতে তোর কি ? অবশেষে তাকে ব্লক লিস্ট এ নিয়ে গেলাম . ( গরু যদি ghas না খাইতে চায় কি আর করা ) অনেকে আবার লাইক টেস্ট স্টাটাস দেয় , এইগুলা কি তাদের মানুষিক সমস্যা ? তবে যাই হোক অনেক কেই বলি ভাই ভালো কিছু লেখার চেষ্টা করুণ . কেউ বলে ঠিক আসে ভাই , কেউ বলে তাঁতে আপনার কি ? আপনাদেরকে অনুরোধ করবো এইরকম কোনো স্টাটাস দেখলে মেসেজ করবেন ভাই ভালো কিছু লেখার চেষ্টা করুণ , না মানলে ব্লক করবেন . এলামেলো অনেক কিছু লেখলাম , মাইন্ড কইরেন না . Black pain
Posted on: Wed, 06 Nov 2013 13:26:50 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015