ফেসবুক প্রতিষ্ঠাতা - TopicsExpress



          

ফেসবুক প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ উনার পোস্টের প্রাইভেসি পাবলিক করে দিছেন। যে কেউ এখন উনার পোস্টে কমেন্ট করতে পারবে। এই ফেসবুক জীবনে উনি আমার অনেক ক্ষতি করসেন। তাই কিছু খাস বাঙলা গালি দেওনের লাইগা উনার একটা পোস্টে গেলাম। কিন্তু হায়! গালি দিমু কি, পোস্টের কমেন্টগুলা পড়ে হাসতে হাসতে আমি নিজেই মাননীয় স্পিকার হয়া গেলুম! ..বাঙালী আমার চাইতেও এডভান্স! -_ - কিসু কমেন্টের নমুনা: জয় বাংলা জুকার হালার পুত এবার তর কমেন্ট বক্স সামলা বাংলা : কত বড় সাহস এই পিচ্ছি পোলাডার...!! টাংকি মারবি মার, কিন্তু ফেবুতে ভাব লইয়া ছাড়ছ...!!! এলাকায় আয়.. ঠ্যাং ভাইঙ্গা হাতে ধরাই দিমু... English: We all Bangladeshi love you so much...!! never forget to pay a visit on our land... :vঐ ফৈন্নির পুত তরে কেডায় কইছে ঐটা বানাইতে । রাবিশ..! translate: I love you mark জুকার !! আয় তোর হোগায় সিরিস কাগজ দিয়া ২টা ডলা দিমু !! translate :- hey mark we are proud of you !! lol. জুকার, তুই ভুলেও আমার বাপের সামনে পড়বি না কইয়া দিলাম ।আমার বাপ্রে চিনুছ । আব্বা কৈছে যেটায় পেইচবুক বানাইছে হেতিরে কাছে পাইলে জজজবাই করবু । সো বি কেয়ারফুল ... Translate: Love you mark, me and my father.you are really great. হালার্পো জুকাইরা, তুই আমার ফ্রেন্ড রিকুয়েস্ট ব্লক করসছ, এখন এড মি এড মি এড মি!!! কেউ ওরে মগবাজার- শান্তি নগর রাস্তায় জমে থাকা পানিতে চুবাইয়ালা! .. তুই আমার বাংলা নাম ইংলিশ বানাই দিসছ, তোরে কুইট্টালাম ফহিন্নির ঘরের ফহিন্নি .. ভাই যে চাইনিস মা*ডা তুমি বিয়া করছো সেইটা কিন্তু চরম .. কেউ হালার আইডি হ্যাক কইরালাস না ক্যারে? একজন আবার আরেকধাপ আগাইয়া, সবাই গনহারে হালার আইডি তে রিপোর্ট কর, সে নিজেই নিজের আইডি ডিজেবল কইরা দিবো!!! এতোটুক পর্যন্ত হলে ভালাই আছিলো; কিন্তু এর পরেই যা দেখলাম তা দেখার জন্য আমি মোটেই প্রস্তুত ছিলাম না, দেখলাম স্বয়ং Mark zuckerberg (!!!) বাংলায় কমেন্ট করসেন, আমিইআসল জুকারবার্গ, ওই হালায় ফেইক, তাই কেউ দ্বিধা- দ্বন্দে না পড়ে এক্ষুনি আমাকে এড করে নিন.. এড মি... এড মি.. এড মি... শ্লার বাঙালী আসলেই একখান জিনিষ!
Posted on: Fri, 14 Nov 2014 05:57:00 +0000

Recently Viewed Topics




© 2015