ফেসবুকার পরিক্ষা - TopicsExpress



          

ফেসবুকার পরিক্ষা ২০১৪ বিষয়ঃ ফেসবুক পত্র পূর্ণমান: ১০০ সময়: 3 ঘণ্টা ১। শব্দার্থ লেখো (যেকোনো ৫ টি) chat, Tag, Poke, like, add me, fake. ২। পূর্ণরূপ লেখো (যেকোনো ৫ টি) CTN, LOL, ASM, BRB, TAA, OMG, FB. ৩। টীকা লেখো: ১) মার্ক জুকারবার্ক, ২) ফটো ভেরিফিকেশন. ৪। রচনামূলক প্রশ্ন: (যেকোনো ৫ টি প্রশ্নের উত্তর দাও) ক) একটি ফেসবুক অ্যাকাউন্ট খোলার পদ্ধতি কয়টি ? প্রত্যেকটির বর্ণনা দাও। খ) টাইমলাইন কী ? ফেসবুক টাইমলাইনের প্রয়োজনীয়তা বর্ণনা করো । গ) সংক্ষেপে ফেসবুক তৈরির ইতিহাস লেখো। ঘ) ফেসবুকে মেয়েদের পিছনে ছেলেদের অত লুলামিই মেয়েদের ভাবের এত কারন উক্তিটির পক্ষে বিপক্ষে যুক্তি দাও। ঙ) সামাজিক যোগাযোগ মাধ্যম হিসেবে ফেসবুকের ভুমিকা বর্ণনা করো। চ) ফেসবুকের ফটো ভেরিফিকেশন সিস্টেমটি একটি হিংস্র দানবের থাবা- উক্তিটির যথার্থতা বিশ্লেষণ কর। ৫। ভাবসম্প্রসারন করো: (যেকোন একটি) ক) কাঁটা হেরি ক্ষান্ত কেন কমল তুলিতে, ফেসবুক বিনা সুখ হয় কি মহীতে। খ) ঘুমিয়ে আছে সকল সেলিব্রেটি; ফেসবুকেরি অন্তরে। ৬। কথোপকথন তৈরি করো: তোমার ও টুনির ফেসবুকে নতুন বন্ধুত্ব হয়েছে। তোমাদের ফেসবুক চ্যাটে কথোপকথনের কিছু অংশ নিজের ভাষায়লেখো। ৭। পত্র লেখো: (যেকোন একটি) ক) ধরো, তোমার ইন্টারনেট প্যাকেজ শেষ হয়ে গেছে। ফেসবুকে তুমি ঢুকতে পারছনা। তাই ইন্টারনেটের নতুন প্যাকেজ চালু করার জন্য টাকা চেয়ে তোমার পিতার নিকট একটি পত্র লেখো। খ) মনে কর তুমি কোন ফেক মেয়ে আইডির প্রেমে পড়েছ, কিছুদিন পর যখন জানতে পারলে ওই আইডিটি ফেক, তখন তোমার অনুভূতি কি ছিল- তা জানিয়ে মুন্নি সাহার নিকট একটি অনুভূতি পত্র লিখ। ৯। গল্প লিখনঃ (যেকোন ২ টি) ক) ফেসবুক লাইক- এড মি দুর্ভিক্ষ-২০১৩ সম্পর্কে যা জান লিখ। খ) ফেসবুক জগতে তোমার একটা স্মরণীয় ঘটনা লিখ। গ) যেকোন একজন ফেসবুক সেলিব্রেটি সম্পর্কে যা জান লিখ। ৮। রচনা লিখঃ (যেকোন একটি) ক)ফটো ভেরিফিকেশন খ) ব্লক গ) ফেসবুক সেলিব্রেটি.
Posted on: Sat, 20 Dec 2014 18:14:06 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015