বিদ্রহি আমি বিপ্লবি সুরে - TopicsExpress



          

বিদ্রহি আমি বিপ্লবি সুরে ধরেছি বাংলার গান, পদ্মা মেঘনা যমুনার জলে বয়ে সুরের ঐকতান। আলেয়ার সুরে বাংলা মাতা বাড়িয়েছে দু-হাত, কান্নার ক্লান্তি, নেই আজ শান্তি, চলে আর্তোনাদ। রক্তিম সুর্য্য অভাগির কান্না শুনবো আর কতো কাল, এতোটা দিন পেরোলো তবু পেরোলো না অভিশপ্ত বিকাল। ঘোমটায় লুকালো মানব শয়তান নামলো বুঝি আধার, রাক্ষুসি আজ গর্জে উঠেছে বিদ্রোহীরা হুশিয়ার। Poem By জি.আর সাদী
Posted on: Fri, 11 Jul 2014 11:49:31 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015