"বাংলাদেশের - TopicsExpress



          

"বাংলাদেশের মুক্তিযুদ্ধে কেবলমাত্র কোন বিশেষ ধর্মীয় সম্প্রদায়, গোষ্ঠী বা শ্রেণীর মানুষ অংশগ্রহণ ও আত্মাহুতিদান করেননি- বরঞ্চ মুসলমান, হিন্দু, বৌদ্ধ এবং খ্রীস্টান নির্বিশেষে সকলে কাঁধে-কাঁধ মিলিয়ে স্বৈরাচার ও সাম্প্রদায়িক পাকিস্তানী শাসকগোষ্ঠী এবং তাদের লেলিয়ে দেয়া বর্বর সেনাবাহিনী ও তাদের এ দেশীয় দোসরদের বিরুদ্ধে যুদ্ধে লড়েছেন, শহীদ হয়েছেন, আহত হয়েছেন এবং জীবিতরা ‍যুদ্ধে বিজয়ী হয়ে বীরের বেশে স্বাধীনতার লাল সূর্য ছিনিয়ে এনেছেন । যেখানে মুক্তিযোদ্ধারা বিশেষ কোন ধর্মীয় সম্প্রদায়ের পরিচয়ে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেননি, অর্থাৎ অন্যান্য চেতনা ও আদর্শসহ অসাম্প্রদায়িক চেতনায় উদ্বুদ্ধ হয়ে মুক্তিযুদ্ধ করেছেন, সেখানে অতীব পরিতাপের বিষয়- স্বাধীনতার ৪২ বছর পর একটি বিশেষ ধর্মীয় সম্প্রদায়ের বিপথগামী কিছু লোক মুক্তিযোদ্ধাদের সেই অবিনাশী অবদান, কীর্তি ও আদর্শ এবং শহীদদের আত্মাহুতিদানের প্রতি যারপর নাই অবমাননাকর ‘গণশ্রাদ্ধ-৭১’ শিরোনামের একটি চরম সাম্প্রদায়িক ও উটকো অনুষ্ঠানের আয়োজন করতে যাচ্ছেন- যা কিনা আবার খোদ হিন্দুধর্ম মতেও সিদ্ধ নয় ।"
Posted on: Tue, 03 Sep 2013 21:11:09 +0000

Trending Topics



v class="sttext" style="margin-left:0px; min-height:30px;"> SNEHASAMPOORNAYA NJANGALUDE SWERGEEYA PITHAVE! ORU PAKAL KAALAM
My kids are in awful schools; detrimental to their physical,
CONGO LINEN 610 TC Italian Finish Egyptian Cotton Luxurious

Recently Viewed Topics




© 2015