বাংলাদেশকে নেপাল, হংকন, - TopicsExpress



          

বাংলাদেশকে নেপাল, হংকন, আফগানিস্থানের সাথে খেলতে হবে বলে আমি মোটেও অসন্তুস্ট নই। বাংলাদেশ যদি ওদের সাথেই জিততে না পারে তবে ভারতকে কিভাবে হারাবে? আমি তো মনেকরি এতে বাংলাদেশের সুবিধাই হল। এক দিকে প্রস্তুতি সেরে নিতে পারবে, অপর দিকে ওদের সাথে ম্যাচ খেলে যে রান/উইকেট সংগ্রহ করবে সেই রান আমাদের সাকিব, নাসির, তামি, সামসুর রহমান, গাজী, মাশরাফি, রাজ্জাক, মুশফিকদের খাতায় যোগ হবে। এতে করে অন্যান্য ক্রিকেটারদের চেয়ে আমাদের ছেলেরা সবদিক দিয়েই এগিয়ে যাবে। এটাকি আমাদের জন্য পজেটিভ নয়?
Posted on: Wed, 04 Dec 2013 06:32:27 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015