বিশ্ববিদ্যালয়ে ভর্তির - TopicsExpress



          

বিশ্ববিদ্যালয়ে ভর্তির সময় একটা ব্যাপার বেশিরভাগের ক্ষেত্রেই ঘটে,সেটা হল পছন্দের সাবজেক্ট না পাওয়া একজন ভর্তি হতে চাইল সি.এস.ই, কিন্তু সে পাইল ফিজিক্স। অনেক সময় এতে দেখা যায় সে ফিজিক্স পড়ার মধ্যে ঐরকম আগ্রহ খুঁজে পায় না। আস্তে আস্তে সে নিজেকে হারিয়ে ফেলে।(অনেককেই দেখেছি) আবার অনেকেই দেখা যায় যে সাবজেক্ট পায়, সেইটা নিয়েই নাচানাচি শুরু কইরা দেয়। কেও হয়ত মণের দুঃখে নিজেকে শান্তনা দিয়ে ভাগ্য মেনে নেয়। জীবনে আছে কি আর যাবেই কি, এই টাইপ এর। ভাগ্যবান/ভাগ্যবতী হল তারা,যারা যা চাইছে তাই পাইছে। ইনাদের দেখলে হিংসা হতেই পারে , , , আপনার কি অবস্থা ছিল????? সুখি দুখী নাকি ভাগ্যবান?????? ------------------------------------
Posted on: Wed, 06 Nov 2013 16:35:30 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015