বঙ্গবন্ধু গোল্ডকাপ - TopicsExpress



          

বঙ্গবন্ধু গোল্ডকাপ ডিসেম্বরে অনিশ্চিত হয়ে পড়া বঙ্গবন্ধু গোল্ডকাপ আবার হালে পানি পেয়েছে।এবছরই মাঠে গড়াচ্ছে টুর্নামেন্টটি।ডিসেম্বরের শেষদিকে শুরু হয়ে ৫ জানুয়ারি টুর্নামেন্টের ফাইনাল আয়োজনের পরিকল্পনা বাফুফের।ছয় দল নিয়ে হবে টুর্নামেন্ট।দুই গ্রুপে বিভক্ত হয়ে অংশ নিবে দলগুলো।টুর্নামেন্টের ভেন্যু নির্ধারণ করা হয়েছে; ঢাকা ও সিলেট।দলও মোটামুটি চূড়ান্ত।মালয়েশিয়া,সিঙ্গাপুর,থাইল্যান্ড,লাওস,বাহরাইন ও স্বাগতিক বাংলাদেশকে নিয়ে আসরটি।টুর্নামেন্টের বাজেট ধরা হয়েছে ছয়-সাত কোটি টাকা।যেহেতু বাফুফে সব খরচই দিচ্ছে তাই কোন দলকেই অংশগ্রহণ ফি দেয়া হবে না। এদিকে ডিসেম্বরের শেষ দিকে জাপান অনূর্ধ্ব-২৩ দলের ঢাকায় আসার কথা থাকলেও তারা এখন ১০ ডিসেম্বর ঢাকায় আসার প্রস্তাব দিয়েছে।বাফুফেও রাজি।এদের বিপক্ষে খেলবে বাংলাদেশ জাতীয় দল।দুটি ম্যাচ হবে তাদের সাথে।এর একটি হবে সিলেটে ও অন্যটি ঢাকায় অনূষ্ঠিত হবে।
Posted on: Fri, 10 Oct 2014 18:38:13 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015