বন্ধু ১ : দেখ আমি নতুন - TopicsExpress



          

বন্ধু ১ : দেখ আমি নতুন মোবাইল কিনেছি. বন্ধু ২: চল পার্টি দিবি, আমি তোকে গিফট দেব. ঠিক আছে সোমবারে রেষ্টুরেন্টে চলে আসিস ※※ডিনারের পর※※ বন্ধু২ : তুই এই খাবারের টাকা কিভাবে জোগাড় করলি??? বন্ধু ১ :মোবাইলটা বিক্রি করে দিয়েছি, তোর খুশির জন্য এই সব কোন ব্যাপার না. বন্ধু ২: শালা, আমি জানতাম তুই এমন কিছু একটা করবি. R তাই তুই যে দোকানে মোবাইলটা বিক্রি করছস, সেখান থেকে আমি মোবাইলটা কিনে নিয়ে এসেছি. এই নেতোর গিফট SALA. moral:※※জীবনে মানে বন্ধু না বন্ধুই জীবন※※ •ভাল লাগলে লাইক দিন #Decode_CRS
Posted on: Sun, 17 Nov 2013 05:01:51 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015