ব্রিটিশ শাসন, দ্বিতীয় - TopicsExpress



          

ব্রিটিশ শাসন, দ্বিতীয় মহাযুদ্ধ, ১৯৪৭ দেশভাগ, ৫২র ভাষা আন্দোলন, ১৯৬৫ পাক-ভারত যুদ্ধ, ১৯৭১ স্বাধীনতা যুদ্ধ, হালের গ্লোবাল ওয়ার্িমং- এর লাস্ট সারভাইভার ব্যাচের অন্যতম হিরো ছিলেন মনে হয় আমার বাবা। ঢাকা কলেজ শেষে পাকিস্তান এয়ার্রফোসে ক্যাডেট পাইলট হিসেবে ট্রেনিং শুরু ১৯৫৬। দুই চোখে স্বপ্ন আকাশ জয় করবার। কিন্তু অফিসার হবার পর। পাকিস্তান এয়ারফোর্স কোয়ালিফাই হওয়া স্বত্তেও গ্রাউন্ডে পোস্টিং দিলো। হার মানা হার। কাজে ইস্তফা দিয়ে শুরু হলো স্বপ্নযুদ্ধ। একসাথে চাকরী-বি এ পাশ-কমার্শিয়াল পাইলট লাইসেন্স নেয়ার লড়াই। ১৯৬৫ এই স্বপ্ন হলো সফল। এবারে ক্যাপ্টেন মিজানুর রহমান। পিআইএ কমার্শিয়াল পাইলট। শুরু ডাকোটা দিয়ে। সংসার করাচীর নথর্ নাজিমাবাদ। অবসরে চলে বীরশ্রেষ্ঠ মতিউর রহমান এর সাথে আড্ডা। স্বাধীনতা যুদ্ধে বাঙালী পাইলটদের করা হলো এয়ার্রপোট আউট অব বাউন্ড। এরই মধে্য বন্ধু শহীদ। নাহ বন্দী জীবন আর নয়। দেশে ফিরতে হবে। ক্লিফটনের মতো জায়গায় জমি ফেলে... সংসার ফেলে ৩ বাচ্চা ও স্তীর হাত ধরে ক্লিফটনের মতো জায়গায় জমি ফেলে... সংসার ফেলে ৩ বাচ্চা ও স্তীর হাত ধরে কপর্দকশূন্য অবস্থায় জীবনের ঝুঁকি নিয়ে কখনো পায়ে হেটে.. খচ্চরের পিঠে চড়ে.. কখনো ট্রাকের পেছনে লুকিয়ে বডর্ার ক্রস করে কাবুল-দিল্লী হয়ে স্বপ্নের বাংলাদেশ। আমরা ছিলাম পালিয়ে আসার দ্বিতীয় ব্যাচ। স্বাধীন দেশের পতাকাবাহী বাংলাদেশ বিমান এর প্রথম ১০ জন পাইলটদের মধে্য একজন। নতুন এয়ারলাইনস পদে পদে বাঁধা। কিন্তু তাতে কি? সবাই ছিল সূখী। সেই ফকার দিয়ে শুরু। শেষ হলো ডিসি ১০-৩০এ। স্বাধীনতার পর পাকিস্তানে প্রথম ফ্লাইট ছিল ক্যাপ্টেন তাহের ও কো-পাইলট ক্যাপ্টেন মিজান। স্বাধীন বাংলাদেশের পতাকাবাহী বাংলাদেশ বিমান প্রথমবারের মতো পাকিস্তান ল্যান্ডিং ছিল তার জন্য অসম্ভব গৌরবের। ১৪,০০০ ফ্লাইং আওয়ারস উংগস আমার বাবার ক্যাপে ছিল শোভাবর্ধক। সিনিয়র পাইলট হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বহুবার ককপিটে ফ্লাই করিয়েছেন। কিন্তু কখনোই কোনো সুপারিশের ধারেকাছে যায় নি। মনে আছে বক্সার মোহাম্মদ আলীর কথা। প্রিয় নায়িকা ববিতাসহ সেই সময়ে ভিআইপি ফ্লাইটে আব্বুর সাথে অনেকই ফ্লাই করেছেন। ভাল পাইলট হিসেবে আমার বাবা ছিলেন অন্যতম। Capt Mizan (rtd) of Bangladesh Biman was an amazing personality with humour & honesty. I am so proud to be the daughter of him! Rest In Peace! 1935-2014. Today is the 40th day of his passing away. How time flies! Life goes on.
Posted on: Thu, 02 Oct 2014 03:26:22 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015