ভারতকে দেয়া তালপট্টি - TopicsExpress



          

ভারতকে দেয়া তালপট্টি এলাকাতে রয়েছে ১০০ ট্রিলিয়ন ঘনফুট গ্যাসের মজুদ! আমাদের সরকার বারবার দক্ষিণ তালপট্টির অবস্থান অস্বীকার করলেও ভারত কিন্তু কখনোই এটা অস্বীকার করে না। মামলায় রায়ের আগে আমি অনেকবার বলেছি এটা একটা স্ট্রাটেজিক এলাকা। ভারতের পত্রিকা Firstpostঅবশেষে বিষয়টি প্রকাশ করে দিয়েছে। রায়ের বিষয়ে ফাস্ট পোস্টের কনসালটিং এডিটর এবং স্ট্রাটেজিক এনালিস্ট রাজিব শর্মার লেখা নিবন্ধে বলা হয়েছে, আন্তর্জাতিক আদালতের রায়ের ফলে নিউ মুর আইল্যান্ডে (দক্ষিণ তালপট্টি দ্বীপ) ভারতের স্বত্ত্বাধিকারের বিষয়টি প্রতিষ্ঠিত হয়েছে এবং সেই সাথে হাড়িয়াভাঙ্গা নদীতে ভারতে প্রবেশাধিকারও নিশ্চিত করা হয়েছে। হাড়িয়াভাঙ্গা নদীর মোহনা ও মুখের জায়গাটি ভারতের কাছে বিভিন্ন কৌশলগত কারণে গুরুত্বপূর্ণ ছিল। নদীর বিতর্কিত অংশে যদি ভারতের দাবি নিশ্চিত করা যায় তাহলে আগামীর দশকগুলোতে ভারত অনেক লাভবান হবে। ২০০৬ সালে হাড়িয়াভাঙ্গা নদীর মোহনার দক্ষিণ দিকে ৫০ কিলোমিটারের মধ্যে জরিপ চালিয়ে ভারত সরকার জানতে পারে যে এই অঞ্চলে প্রায় একশ’ ট্রিলিয়ন ঘনফুট প্রাকৃতিক গ্যাস মজুদ রয়েছে। যার পরিমান অন্ধ্র প্রদেশের কৃষ্ণা-গোদাবারিমোহনায় মজুদ গ্যাসের চেয়ে দ্বিগুণ বেশি। [United Nations Permanent Court of Arbitration in Hague acknowledged Indias sovereignty over New Moore Island and grants India concomitant access to the Hariabhanga river. The disputed region was near the mouth of the Hariabhanga river, an area of huge strategic importance for India in the coming decades. In 2006, India had discovered 100 trillion cubic feet of natural gas in a creek about 50km to the south of the mouth of the Hariabhanga within the contested region. The Hariabhanga gas reserves are estimated to be almost twice what the entire Krishna-Godavari basin holds.] এই মানচিত্রে শেড দেয়া প্রায় ১০০ বর্গ কিলোমিটার এলাকাটি সেই এলাকা যেখানে এই গ্যাস মজুদ আছে। #জয়
Posted on: Mon, 14 Jul 2014 16:58:47 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015