ভালবাসার সময় নারী এত মধু - TopicsExpress



          

ভালবাসার সময় নারী এত মধু মনে হয় কথায় কথায়'I LOVE U' কিন্তু সেই মেয়েটি যখন বউ হয়ে আসে তখন কেন তাকে এত কষ্ট, অপমান, নির্যাতন সইতে হয় ???????????????????????????????? ' বিয়ের আগে একটা নারীর মূল্যায়ন অনেক বেশী থাকে, নারী যে পথে যায় সে পথে তার ভক্তের অভাব নেই,এবং কৌতয়ালী ছেলেদের ভীরও কম হয় না কিন্তু বাস্তব সত্য কথা হল এটা সামাজিক,মানসিক একটা রোগ কারন নারী দেখলেই ভালবাসা জেগে উঠে সে তারাই যখন বিয়ে করে অল্প কিছুদিন পরে তাদের কাছে আমার মত হাজার নারী লাঞ্ছিত,অপমানিত হয়। তাহলে এটা বলে কি আমার অপরাধ হবে তারা আসলে প্রকৃত ভালবাসা না,শারীরিক ভাবে নারীর প্রতি দুর্বল হয়ে এতটা কৌতয়ালী হয়ে থাকে ?বিয়ের আগে যে ছেলে একটা মেয়ের জন্য ফুল নিয়ে দাঁড়িয়ে থাকে,শুদু একবার দেখার জন্য হাজার বাহনা করে সেই তারাই বিয়ে হয়ে গেলে নিজের পবিত্র স্ত্রিকে নির্যাতন করে। এই সমাজের সভ্য মানুষ গুলো কেন নিজের স্ত্রি কে কষ্ট দেয় ?আবার যদি কোন মুসলিম পুরুষ তার নিজের স্ত্রিকে গালি গালাজ,মারধর করে এটা কি করে মেনে নেওয়া যায়? কিছু পুরুষ সব সময় বলে নারী বেপর্দা তাই নাতি নির্যাতিত হচ্ছে তাদের কাছে আমার জিজ্ঞাসা যে সব নারী পর্দা করে একজনের বউ হিসেবে তাকে তাকে কেন নির্যাতিত হতে হয় ? কেন এই হিংস্র পুরুষ হতে ৫ বছরের শিশু রক্ষা পায় না ? কেন প্রতিবন্ধী নারীরা রক্ষা পায় না ?৫ বছরের শিশু কি পর্দা না করার কারনে ধর্ষিত হয়? জানি জবাব দেবার মত অনেক বাহানা খুঁজবেন কিন্তু বাস্তব এর সঠিক জবাব দিতে পারবেন না ?????????????????????
Posted on: Mon, 08 Jul 2013 06:32:28 +0000

Recently Viewed Topics




© 2015