ভর্তি পরীক্ষার সময় - TopicsExpress



          

ভর্তি পরীক্ষার সময় পোলাপান এর এক্সাম এর টেনশন ছিলো , কিন্তু এক্সাম শেষ হওয়ার অনেক সময় হয়ে যাওয়ার পর ও পুলাপানের টেনশন হয়তো এখনো শেষ হয় নাই :p। যারা নিকটবর্তী ওয়েটিং এ আছে তাদের চিন্তা কবে ডাকবে তো ওয়েটিং থেকে ,আদৌও ডাকবে নাকি ,নাকি নিজের র্যাংকিং এর হাতে ছোয়া দূরত্বের র্যাংক পর্যন্ত কল করার পর ই ওয়েটিং এ ডাকা হয়তো শেষ হয়ে যাবে :t বিশেষ করে চুয়েটে খুব কম পরীক্ষা দেওয়ায় অনেকে ভাবছিলো সহজে পরীক্ষা দিয়ে ১৫০০র ভিতরে থেকে চান্স হয়ে যাবে । কিন্তু এখনতো অবস্থা এই যে ১০০০ ও যায় কি না সন্দেহ যারা ভালো কোথাও পায় নি ,কিন্তু সমাজকে পাবলিক ট্যাগ দেখানোর জন্য কোনমতে সর্বশেষ সরকারিতে as কুবি বা পরীক্ষা হলে বেরোবিতে ,সর্বশেষের বিষয়টা পাওয়ার আশায় বসে আছে তাদের ও চিন্তা যে পাবে না কি কোনমতে একটা সিট ? নাকি ন্যাশনাল ই হবে শেষ আশ্রয় ¡¡ কেউ আবার প্রাইভেটে পড়বে নাকি ২য় বার দিবে এই প্রশ্নের উওর খুজতে খুজতেই কাহিল ।কেউ বলে বিশ্বাস রেখে সেকেন্ড টাইম দাও ,কেউ বলে রিস্ক না নিয়ে প্রাইভেটে পড়ো ,নাইলে আম ও যাবে ছালাও যাবে :m কারো চিন্তা NSU ভালো না BRAC ভালো না ড্যাফোডিল ভালো না EWU ভালো না অন্য কোনটা ভালো :-@ আবার অনেকে মধুর চিন্তায় আছে মেডিকেলে পড়বে নাকি ঢাবিতে পড়বে বুটেক্সে পড়বে নাকি JNU তে cse পড়বে , রাবিতে ফার্মেসি পড়বে না খুবিতে cse পড়বে :প আর যারা পছন্দমত জায়গায় চান্স পেয়ে আরামে ঘুম দিছে তাদের যে চিন্তা নাই তা বলা যায় না হয়তো তাদের মধ্যে যারা সিঙ্গেল তাদের চিন্তা অনেকদিন তো পড়ালেখা করলাম এবার দেখি কাউরে পটানো যায় না কি :ল একা একা আর কত ২০১৪টা শেষ হলে হয়তো সবার এই চিন্তার আপাত একটা সমাপ্তি হবে ;>
Posted on: Sun, 21 Dec 2014 19:18:54 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015