মেডিকেলে কাদের রেজাল্ট - TopicsExpress



          

মেডিকেলে কাদের রেজাল্ট ভাল হয় ? যারা ভাল স্টুডেন্ট ? উঁহু যারা ভাল মুখস্থ করতে পারে ? উঁহু বরং মেডিকেলের পড়াশোনা যাকে স্যুট করে কাদেরকে স্যুট করে ? যাদের এসএসসি এবং এইচএসসির রেজাল্ট ভাল ? উঁহু , এইটা টোটালি আনপ্রেডিক্টেবল আমাদের ব্যাচেই বহু বৈচিত্র্য দেখলাম , বুয়েটে চান্স পাওয়ার পর বাবা মায়ের ইচ্ছায় মেডিকেলে আসা বন্ধুটি যথেষ্ট মেধাবী হলেও পড়াশোনাটা ঠিক স্যুট করেনি , ঝরে গেছে থার্ড ইয়ারেই , এখন সে ওয়েব ডিজাইনার , উইনডোজ ফোন অ্যাপ ডেভলপার - he made his passion his profession আমি মনে করি না সে পাস করে ডাক্তার হলেও শাইন করতে পারত, পড়াটা তাকে স্যুট করেনি আরও দুজন - একই স্কুলের বন্ধু , একজনের রেজাল্টের কাছে কেউ বেল পেত না , আরেকজন কারও কাছে বেল পেত না ; কারও কাছে বেল না পাওয়া বন্ধুটি কিন্তু আমাদের ব্যাচের টপ টেন এর একজন এবং পার্ট ওয়ান হয়েছে সবার আগে , আর বেলওয়ালা বন্ধুটির ফ্রাস্টেশন আমরা দেখেছি ; কারণ ওই যে - পড়াশোনা ঠিক স্যুট করেনি ; আরেক বন্ধু , ওকে সবাই গুরু বলে ডাকি , ওর রুমে কোন পড়া বুঝতে কেউ গিয়েছে অথচ ঝরঝরে কনসেপ্ট না নিয়েই ফিরেছে এমনটা কখনও হয়নি হ্যাঁ , ওর দুই জিপিএ-ই কিন্তু আমার চেয়ে খারাপ ছিল ; ওই যে , পড়াশোনা স্যুট করে গেছে ; আরেক বন্ধু , ফার্স্ট ইয়ারে থাকতে ওর জিপিএ শুনে আকাশ থেকে পড়েছিলাম , বলেছিলাম তোর তো মেডিকেলেই চান্স পাওয়ার কথা না ! এই বন্ধুটি পুরো পাঁচ বছর কোন গাইড বই টাচ করেনি , ও বলত - গাইড পড়ে সে মজা পায় না ; ফাইনাল প্রফে মেডিসিনে তার লং কেস ভাইবা নেওয়ার পর এক্সটার্নাল স্যার আমাদের ইন্টার্নাল স্যারকে বলেছিলেন - আমার মনে হচ্ছে একে যদি বলি তুমি ডেভিডসনের প্রথম তিন পাতা মুখস্থ বল , ও বলতে পারবে ; এখানে পড়াশোনাটায় মানিয়ে নেওয়া লাগে , ভাল লাগাতে হয় , নাহলে মুশকিল ; ফার্স্ট প্রফের রেজাল্ট হয়েছে ,যারা পাস করেছ অভিনন্দন , কিন্তু যাদের খারাপ হয়েছে তাদেরকে বা তারাও নিজেদেরকে খারাপ স্টুডেন্ট মনে করার কোন কারণ নেই ; কেন ? যে বন্ধুটিকে আমরা গুরু ডাকতাম , সে কিন্তু সেকেন্ড প্রফে ফরেনসিকে শহীদ হয়ে গিয়েছিল যেখানে আমার মত ঘুমরাজ নাদান 50% ভুল উত্তর দিয়ে চাপাবাজি করে ধরা খেয়েও পাস করে গেছি Its all on luck এজন্য আমার শ্রদ্ধেয় স্যারের মতই বলব - মন খারাপের কিছু নেই , just shrug it off , its part of our life শুধু লেগে থাক , মাঝে মাঝে ঘুরতে যাও , মনটাকে ফ্রেশ রাখ , thats it... __________________________ লেখাঃ ডাঃ যুবায়ের আহমেদ
Posted on: Sun, 07 Dec 2014 13:18:13 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015