মার্কেট থেকে বাসায় - TopicsExpress



          

মার্কেট থেকে বাসায় আসছিলাম|অর্ধেক রাস্তায় এসে ছোটখাট এক জটলা দেখে চোখ আটকে গেলো|এগিয়ে দেখলাম এক সাপুরে সাপের খেলার নাম করে ধোঁকা দিয়ে টাকা নেওয়ার ধান্দা করছে| আমি এগিয়ে গিয়ে পটাপট কয়েকটা ছবি তুলে ফেললাম|আমার ছবি তোলা দেখে সাপুরের সহকারী আসলো|এর চেহেরাটা সিন্দাবাদের মতো|সাথে একটা তলোয়ার থাকলে মানুষজন ভয়েই কাছে ঘেষতো না| সিন্দাবাদঃভাই ছবি তুললেন কেন? আমিঃকালকের পত্রিকায় দেওয়ার জন্যো| সিন্দাবাদঃআপনি কি সাংবাদিক? আমিঃআমি সাংবাদিক না তবে আপনাদের ভন্ডামীর সাংঘাতিক কিছু করতে পারবো| ওনার চোখমুখ কেমন জানি লাল হয়ে যাচ্ছে|আর এতক্ষনে আরও বেশ কয়েকজন আমার দিকে তাকিয়েছে| ততক্ষনে প্রধান সাপুরে দেখলাম এক বৃত্ত টেনে দিয়েছে|আর ঘোষনা দিলো যে এই বৃত্তের ভেতরে পা রাখবে তাকে আজ রাতে সাপে কাটবে|এইবার আমি জিঞ্জেস করলাম,"তাইলে আপনি আর আপনার সাগরেদ যে বৃত্তের ভেতরে আছেন আপনাদের সাপে কামরাইবো না?"আবার পটাপট চারপাঁচটা পিক তুললাম| এতক্ষন পর সবার মনযোগ আমার দিকে|ওনিও কেমন জানি থতমত খেয়ে গেলেন|অবস্থা সুবিধার নয় দেখে ব্যাগ ট্যাগও গোছাতে লাগলেন|সিন্দাবাদ দেখি আবার কাছে আসছে| -ভাই কোন পত্রিকয়া দিবেন? -ফেসবুক পত্রিকায়| -এইটা কি এদিকে পাওয়া যায়? হ্যা|এইটা বাংলাদেশের সবচেয়ে বড় পত্রিকা|আপনাদের খবর আছে|
Posted on: Tue, 25 Jun 2013 05:39:26 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015