মুরব্বীরা বলতেন ছেলেদের - TopicsExpress



          

মুরব্বীরা বলতেন ছেলেদের উচিত্‍ তার অর্থনৈতিক অবস্থার নিচে বিয়ে করা । মেয়ে V ছেলে : অসম রিলেশনের নানাদিক: ( নারী স্বাধীনতার চুলকানি থাকলে পড়বেন না ) আগে মুরব্বীদের বলতে শুনেছি ছেলেদের বিয়ে করতে অসম রিলেশনকে আপনারা কে কিভাবে দেখেন ? দুই পক্ষের মাঝে সামাজিক, অর্থনৈতিক সমতা না থাকলে মানসিক সমতাও থাকে না । ক্রমে তা কলহ , সংঘাতে রূপ নেয় । মানুষের মন মেজাজ পরিবর্তনশীল । কখন কী হয় বলা মুশকিল । নিচের ঘটনাগুলো দেখুন ......... ১. এক ছেলের সাথে এক মেয়ের রিলেশন । মেয়ে পরবর্তীতে পরিবারের সাথে আমেরিকা চলে যায় , ছেলে দেশে পড়াশোনা করতে থাকে । পাঁচ বছর পর ঐ রিলেশন থাকবে ? ২.নবম শ্রেণীতে পড়ার সময় গৃহশিক্ষককে ভালো লেগে যায় মেয়েটির । শিক্ষক কোচিং করান , প্রাইভেট পড়ান , এটাই পেশা । এই রিলেশন চলল প্রায় ৩ বছর । মেডিক্যাল কলেজে ভর্তি হয়ে গেল মেয়েটি , আপনার কি মনে হয় এই মেয়ে ডাক্তারী পাশ করে কোচিংয়ের একজন শিক্ষককে বিয়ে করবে? ৩. এক মেয়ে খুব ভাল ছাএী । ভার্সিটিতে তার সম্পর্ক হল ক্লাসের পেছনের দিকের এক ছেলের সাথে । ঐ মেয়ে যদি ভার্সিটির শিক্ষক হয়ে যায় , আর ঐ ছেলে মোটামুটি একটা জব করে , তাহলে কি ঐ মেয়ে ছেলেটিকে বিয়ে করবে ? ৪ . স্বামী প্রাইভেট জব করেন , যা বেতন পান কোনক্রমে সংসার চলেন । মেয়েটির একসময় বিবিএস ফরেন সার্ভিসে চাকরি হয় । তার এখন ঐ স্বামীর আচার আচরণ ভালো লাগে না । সবকিছু কেমন অসহ্য লাগে । উনি ডিভোর্স নিতে পারলে বাঁচেন । উপরের প্রত্যেকটি ঘটনায় মেয়েদের পজিশনের উন্নতি হয়েছে , ফলে রিলেশনের উপরও একটা প্রভাব দেখা দিচ্ছে । আমি বলছি না মেয়েরা এমনই , কিন্তু দেখুন ডাক্তার পাএ জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে পাশ করা একটা মেয়েকে বিয়ে করলেও হয়ত ডাক্তার পাত্রী তা করবেন না । মেয়েদের স্ট্যাটাসের চিন্তা ছেলেদের থেকে আলাদা । পাইলট পাত্র ব্যাংকে জব করা মেয়েকে পারিবারিকভাবে বিয়ে করছে , পাইলট পাএী কি ব্যাংকে জব করা ছেলেকে বিয়ে করবে ? অনেকেই একটা কথা বলেন , মেয়েদের অর্থনৈতিক ক্ষমতায়ন করতে হবে । আমি এর বিরোধী নই । কিন্তু এর মাঝেও কিছু সমস্যা আছে । এক ফ্রেন্ডের কথা বলে শেষ করি । সে আমাকে বলল, দোস্ত, আমার গার্লফ্রেন্ডের মুক্তিযোদ্ধা কোটা আছে । তার বিসিএস হয়াটা সময়ের ব্যাপার । আমি জানি সে যদি আমার আগেই ম্যাজিস্ট্রেট হয়ে যায়, আর আমি ভালো কিছু করতে না পারি , তাহলে সে আমাকে বিয়ে করবে না । সে তার লেভেলের কাউকে খুঁজে নেবে । আর আমি ম্যাজিস্ট্রেট হলে প্রথম যে কাজটা করব তা হল তাকে বিয়ে করা ! সে ম্যাজিস্ট্রেট হলে আমার পজিশনের জন্য হয়ত অপেক্ষা করবে ,হয়তো আমি না হতে পারলে অন্য কোথাও বিয়ে করবে । আমি হলে তার জবের জন্য ওয়েট করতাম না । তাকেই বিয়ে করতাম । এটাই ছেলেদের কপাল । শহরাঞ্চলে আজকাল অনেক কর্মজীবী নারীর ডিভোর্স চাইছেন , হয়ত তাদের পজিশন , স্ট্যাটাসের কাউকে বেছে নেবেন ! ~লিখেছেন ব্লগার রাজকুট ~
Posted on: Thu, 20 Jun 2013 09:48:40 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015