মুসাফিরের স্বলাত ও কসর - TopicsExpress



          

মুসাফিরের স্বলাত ও কসর স্বলাতের অধ্যায় :: সহিহ মুসলিম :: বই ৪ :: হাদিস ১৬৩২ ইয়াহিয়া ইবন ইয়াহিয়া (র)……ইবন উমর (রাঃ) থেকে বর্ণিত । এক ব্যক্তি রাসুলুল্লাহ (সা) কে রাতের সালাত সম্পর্কে জিজ্ঞাসা করলা তিনি বললেন, রাতের সালাত দু-রাকআত দু- রাকআত পরে যখন তোমাদের কেউ ভোর হয়ে যাওয়ার আশংকা করে তখন এক রাকাআত সালাত আদায় করবে যা তার সালাতে বিতর করে দেবে । -------------------------------------------------------------------------------- The Book of Prayer :: Muslim :: Book 4 :: Hadith 1632 Ibn Umar reported that a person asked the Messenger of Allah (may peace be upon him) about the night prayer. The Messenger of Allah (may peace be upon him) said: Prayer during the night should consist of pairs of rakahs, but if one of you fears morning is near, he should pray one rakah which will make his prayer an odd number for him.
Posted on: Fri, 25 Oct 2013 10:33:04 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015