যুক্তরাজ্যে - TopicsExpress



          

যুক্তরাজ্যে পর্ণোগ্রাফি ফিল্টার করা হবে, প্রতিটি কানেকশনে, বাই ডিফল্ট। মানে নতুন লাইন নিলে, অথবা বিদ্যমান লাইন গুলোতে ফিল্টার অ্যাক্টিভ করা থাকবে। এরকম আরও অনেকে দেসেই আছে। পুরোটা ওয়েবের প্রায় ২৫-৩৫ ভাগ পর্ণোগ্রাফি, এবং বর্তমানে অনেক সমাজেই তা মারাত্মক ক্ষতির কারণ হয়ে দাড়াচ্ছে। একমাত্র যদি ক্রেতা অথবা যার কানেকশন সে যদি চায় ফিল্টার ডিঅ্যাক্টিভ করতে তাহলে ওই কানেকশনে আর কোন ডেটা, এক্ষেত্রে পর্ণ ফিল্টার করা হবেনা। আমাদের দেশে কি এরকম একটা উদ্যোগ নেয়া যায় না। বাসার বড়রা কিংবা অভিভাবকরা কানেকশন নেয়, সেটা ব্যবহার করে অনেক সময় অপ্রাপ্তবয়স্করা। এখন যদি বাই ডিফল্ট কানেকশনে ফিল্টার চালু থাকে তাহলে তারা এইসব সাইট ভিজিট করতে পারবেনা। আর যার ইচ্ছে সে ফিল্টার ডিঅ্যাক্টিভ করে নেবে।
Posted on: Fri, 26 Jul 2013 08:52:47 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015