সাকিবুর রহমান মেরাজ - হে - TopicsExpress



          

সাকিবুর রহমান মেরাজ - হে সিলেটের বি.এন.পি নামক হিজরার দলেরা । হে সিলেটের ছাত্রদল নামক কাপুরুষেরা একটু ভাল করে লক্ষ করে দেখ তুমাদের কাছে খালেদা জিয়া যেমন সম্মানি তেমনি আমাদের কাছে এর চেয়েও শত গুণে সম্মানি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সহ জামায়াতে ইসলামীর নেতারা । তুমাদের কাছে ইলিয়াছের গুম হওয়া যেরুপ বেদনাদায়ক এবং তাকে খুঁজে পাওয়া দরকার মনে করে ফেস্টুন উড্ডয়ন করতে চাও এর চেয়েও হাজার গুণ আমাদের কাছে বেশি বেদনাদায়ক ও তাঁদেরকে খুঁজে পাওয়া প্রয়োজন আমাদের গুম হওয়া ৮ জন ভাইদের ।তুমরা যারা মনে কর যে তারেক রহমানের মত নেতার ছবি সংবলিত ফেইস্টুন ও ব্যানার দারা সমাবেশ সুসজ্জিত করা প্রয়োজন মাত্র ।আমরা মনে করি এর চেয়ে লক্ষ গুণ বেশি প্রয়োজন আমাদের প্রাণ প্রিয় শিবির সভাপতি আগামিদিনের দেশ পরিচালক জনাব মো:দেলোয়ার হোসেন ভাইয়ের মুক্তির জন্য তাঁহার ছবি সংবলিত ব্যানার ও ফেস্টুন । অতএব মনে রেখ সমাবেশ শুধু মাত্র তোমাদের পুরুষত্বহীন বি.এন.পি নামক দলের নয় । এ সমাবেশ ১৮ দলের ।এ সমাবেশে যে কোন বিষয় ছাড় দেয়া হোক বললেই চলবেনা । - Shared by : GeNiuS JR~
Posted on: Sun, 29 Sep 2013 17:15:47 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015