সেদিন একজন লুলবালক - TopicsExpress



          

সেদিন একজন লুলবালক স্ট্যটাসের নিচে কমেন্ট করছে , # ভাইয়া ও আপুরা আমি ফেইসবুকে নতুন এসেছি , পথঘাট ঠিকমত চিনি না । আশাকরি আমারা খুব ভালো বন্ধু হব ॥ আপনাদের হাত ধরেই শুরু হবে আমার নতুন পথযাত্রা ॥ দয়াকরে সবাই আমাকে একটি করে ফ্রেইন্ড রিকোয়েস্ট পাঠান ! :) # হিহিহি, পোলায় দেখি মানুষকে ইমোশোনাল ব্ল্যাকমেইল করে ! আমি তাকে একটা মেসেজ দিলাম, "ভাই আমি আপনাকে পথঘাট চিনিয়ে দিচ্ছি, প্রথমে account settings এ যান । তারপর ওখানে general নামক একটা অপসন আছে ওটাতে ক্লীক করুন দেখবেন account deactive নাকম একটা অপসন আছে ওটাতে ক্লীক করেন ॥ এরপর কয়েক বছর ওয়েট করতে থাকেন , দেখবেন ধীরে ধীরে ফ্রেইন্ড বাড়তে বাড়তে ৫ হাজার হয়ে যাবে । অনেক ফলোয়ার ও পাবেন ॥ reply দিছেঃ dhurr mia, taile toh ID deactive hoia jabe . Kew toh amare r dekhbry na. আমিঃ এইতো পথঘাট চিনতে পারছেন ! পোলায় আবার লিখছে, ভাইয়া আপনি কি আমার আইডিটা একটু প্রোমোট করে দিতে পারেন । আমার ফ্রেইন্ড খুব কম ॥ পোলার কথা শুইনা আমি পুরা মখা হৈয়া গেলাম ! কৈলাম , ভাই আমিও ফেইসবুকে নতুন এইগুলা আমিও পারি না । রিপ্লাই দিছে, আরে ভাই ব্যপার নাহ । আমি শিখিয়ে দিচ্ছি.......... এই হৈল অবস্থা ! ভাবতেও অবাক লাগে কাদের সাথে বসবাস করছি আমরা ? এরা কি মানুষ না এলিয়েন ! >>> মেহজাবিন বৌআমার কৈ গেলা, আমারে এত্তগুলা বাতাস কর । মাথাঘুরাইতেছে !!!! :P
Posted on: Tue, 30 Jul 2013 16:55:55 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015