সাংবাদিক ! তোর বোধদয় কবে - TopicsExpress



          

সাংবাদিক ! তোর বোধদয় কবে ? ******************** এক সাংবাদিকরে পেটানোর কারনে ‘এমপি রনি’ কি নাকানি চুবানিটাই না খাইলো ! অথচ গত পরশু ‘সময়ের’ দুই সাংবাদিককে পিটিয়েছে ছাত্রলীগ । গতকাল বিএনপি কার্যালয়ে অভিযানের চলাকালে ‘সময়-একাত্তরও এটিএনের’ ক্যামেরা ভাঙ্গা হলো এমনকি উপরে অভিযান চলা কালে নিচে আটকে রাখা হয় সব সাংবাদিককে । মোবাইল কেড়ে নেয়া হয় । পরে ক্যামেরার পিটু কার্ডও নিয়ে নেয়া হয় । আর আজ ...... একেবারে সোজা রিমান্ডে !!! অবরোধের খবর সংগ্রহ করতে গিয়ে আরটিভির দুই সাংবাদিককে যুবলীগ র্কতৃক প্রহিত হয়ে যেতে হয়েছে জেলে । আর পুলিশ লীগ সেই সাংবাদিকদের ককটেল হামলার প্ররোচণার অভিযোগে আটক করে নিয়েছে ৪ দিনের রিমান্ডে। কই আজ সুচিল ? সাংঘাতিক নেতারা ? না এখনতো কিছু কইবা না ....তোমাগো ‘লীগ’ আব্বা যে । গালি দিয়েই বলছি ।‘ কুত্তার বাচ্চার ’ আরো কর দালালি । এই ভাবেই কুত্তার মত পথেঘাটে পড়েমড়ে তোদের দালালির পরিমান ভোগ করতে হবে ............
Posted on: Sun, 01 Dec 2013 13:00:32 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015