সহীহ হাদিস ও হানাফি - TopicsExpress



          

সহীহ হাদিস ও হানাফি মাযহাবঃ পর্ব-১৫ ইমাম আবু হানিফাকে বিদ্বেষ বশতঃ কিছু ব্যাক্তি জঈফ বলতে চায় যেয়মন নাসিরুদ্দীন আলবানী তার ইরওয়াউল গালীলের ২/২৭৭-২৭৮ এ ইমাম আবু হানিফাকে জঈফ বলার দুঃসাহস করেছে! আমি বলব আবু হানিফা দঈফ হলে আলবানী মাউজু,মাতরুক,মুনকার,মাযহুল ওয়া গাইরে সিকাহ বিল হাদিস।!! অনেকে বলতে পারেন আল্লামা জাউযি ইমাম নাসায়ী কেন আবু হানিফাকে জঈফ বলছে? আমি বলব নাসায়ী জাউযীর এলম তুল্য নয় আলবানি। তাদের যোগ্যতা আর আলবানির যোগ্যতা এক না। আর ইমাম নাসায়ী আর কতিপয় মুহাদ্দিস ইমাম সাহেবকে জঈফ বললেই জঈফ হবে না ইমাম নাসায়ীতো আহমাদ ইবনে সালেহের ও সমালচনা করেছেন(দেখুন, কাইদাতুন ফিল জারহে ওয়াত তাদীল পৃঃ২৪-২৮) আর যদি তাও না মানেন তাহলে আপনাদের স্টাইলে বলতে গেলে নাসায়ীকে বহু মুহাদ্দিস শিয়া বলেছে, দেখুনঃবুস্তানুল মুহাদ্দিসীন পৃঃ১১১. আর উসুলে হাদিস শিয়া ও রাফেজীদের হাদিস গ্রহনযোগ্য নয় বিস্তারিত দেখুনঃআত তাহযীব ২,১০/৭২,৪০;আস সুন্নাতু কবলাতাদৌইন,মুহাম্মাদ আজ্জাজ আল খতিব পঃ১৯৫;লিসানুল মিযান ৬/১৬৯,১৯৭,কিতাবুল জারহে ওয়াত তাদিল ৩/৩৬১ . এমনিভাবে ইমাম মুসলিমকে ইবনে খাল্লিকান জাহমিয়া বলেছেন(ওয়াফায়াতুল আইয়ান ২/৯১) ইবনে হাযম ইমাম তিরমিযীকে মাঝুল বলেছে(মিযানুল ইতেদাল ৩/৬৭৮) আবু হাতেম, যুরআ ঈমাম বুখারীকে মাতরুক বলেছে(আল জারহ ওয়াত তাদীল ৭/১৯১) বুখারী মুসলিমের উস্তাদ ইমাম বুখারীকে মুতাযিলা কাফের বলেছে(সিয়ারু আলামিন নুবালা ২২/৪৫৬,তারীখে বাগদাদ ২/১৩, তবাকাতুশ শাফেয়ীয়া আল কুবরা ২/২২৯) আপনাদের তথা কথিত ইমাম! আলবানী বুখারীকে তাতিল তথা কুফরীর অপবাদ দিছে(ফাত ওয়ায়ে আলবানী ৫/৫২৩) তাই বলে কি আমরা উক্ত ইমামদের ছেড়ে দিব?? কত সুন্দর বলেছে বিখ্যাত মুহাদ্দিস আল্লামা আব্দুল হাই লাক্ষৈভী এর চেয়ে জঘনি তম আর মারাত্তক নোঙ্গরামি অপবাদ আর কি হতে পারে যে ইমাম আবু হানিফা জঈফ রাবী ছিল। অথচ তিনি ছিলেন মুত্তাকি,আল্লাহ ভীরু ইমাম.... .. তারা কি করে সাহস পায় ইমামকে জঈফ বলতে?(আর রাফৌ ওয়াত তাকমিল পৃঃ৭০) ইমাম তির্মিযী আবু হানিফাকে জরাহ ওয়া তাদীলের খেত্রে সহীহ মনে করতেন(দেখুন তির্মিযী,কিতাবুল ইলাল) ইমাম শুবা জাকে বলা হয় আমিরুল মুমিনীন ফিল হাদিস তিনি বলেনকানা ওয়াল্লাহে ছিকাতুন ছিকাতুন(আল্লাহর কসম আবু হানিফা রিজাল শাস্ত্রে সিকাহ ছিল) তিনি আরো বলেন আল্লাহর কসম তার অনুধাবন শক্তি বেশ সুন্দর আর তার স্বরনশক্তি বহুত ভাল ছিল(আল খাইরাতুল হিসান পৃঃ৩৪) আরো দলিল দেওয়া হবে ইনশা আল্লাহ
Posted on: Wed, 09 Oct 2013 13:08:21 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015