সুন্দরী তিন প্রকার। গরম - TopicsExpress



          

সুন্দরী তিন প্রকার। গরম সুন্দরী, নরম সুন্দরী, আর মিনমিনে সুন্দরী। গরম সুন্দরীদের দিকে কেও একটু ভালোবাসা মাখা দৃষ্টিতে তাকালেই রেগে মেগে তেড়ে আসে। নরম সুন্দরীদের দিকে তাকালে লজ্জা অথবা ভয়ে মাথা করে পালায়। আর মিনমিনে সুন্দরীদের দিকে একটু তাকালেই তাঁরা আপনার বারোটা বাজিয়ে ছেড়ে দেবে। এরা ঠোটের কোনায় হাসির রেখা ফুটিয়ে তুলে আপনার সামনে দিয়ে হাটাহাটি করবে। আপনাকে সুন্দর করে “ভাইয়া ভাইয়া” বলে ডাকতে চাইবে। অথবা এমন ভাব দেখাবে, যেন আপনি তাকে অলরেডী বলে দিয়েছেন, “তোমাকে ছাড়া আমি বাঁচবোনা। ম রে ভূত হয়ে যাবো”। বিদ্যুতের তার আর মিনমিনে সুন্দরীরা ভয়ঙ্কর! এরা একবার আপনাকে ধরতে পারলে বাঁদরের মতো ঝুলিয়ে রাখবে। মিনমিনে সুন্দরীদের সাথে প্রেম করলে পকেট নতুন থাকে। নতুন পকেট থাকে নিজের কাছে, পুরনো হওয়ার আর সুযোগ পায়না। আর নতুন টাকার নোট, কখন কোথায় চলে যায় টেরই পাওয়া যায়না। তাঁরা থাকে চাইনিজ রেস্টুরেন্ট ফাস্টফুডের ক্যাশবক্সে। অথবা ঝিমিয়ে যাওয়া কোনো বিকেল বেলায় আইসক্রীম ওয়ালার পকেটে। #jamir #uddin #himel
Posted on: Sun, 07 Jul 2013 17:50:14 +0000

Recently Viewed Topics




© 2015