হেফাজতে ইসলাম - TopicsExpress



          

হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর, হাটহাজারী মাদরাসার মহা-পরিচালক, আল্লামা আহমদ শফী দা.বা. এর মওদূদী জামায়াত সম্পর্কে অভিমত। আমরা বহুবার মওদূদীপন্থী তথা জামায়াতের ধারক- বাহকদেরকে আহলে সুন্নাত ওয়াল জামায়াতের আক্বীদা পরিপন্থী লিখা সমূহ পরিহার করে বাংলাদেশের মত শান্তিকামী মুসলিম জনগোষ্ঠির কাতারে আসার আহ্বান জানিয়েছিলাম। কিন্তু দুঃখের সাথে বলতে হয় যে, তারা বার বার ঐক্যের ডাক দিয়েও আহলে সুন্নাত ওয়াল জামায়াতের আক্বীদা পরিপন্থী মত ও পথ অনুস্ণ করে নবী-রাসূল, সাহাবা প্রেমিকদের মাঝে ক্ষোভ সৃষ্টি করে অনৈক্য বাড়িয়েই চলছে। আমরা তাদের এহেন ধৃষ্টতা মূলক আচরণের তীব্র নিন্দা জানাচ্ছি। নায়েবে রাসূল হিসেবে হক কথা বলা ও লিখা আমাদের ঈমানী দায়িত্ব। - দৈনিক ইনকিলাব, ৯ই অক্টোবর ২০০৩ ইং। হেফাজতে ইসলামের মহাসচিব, হাটহাজারী মাদরাসার স্বনামধন্য মুহাদ্দিস, আল্লামা জুনায়েদ বাবুনগরী দা.বা. এর মওদূদী জামায়াত সম্পর্কে অভিমত। জনাব আবূল আলা মওদূদী সাহেব স্পষ্টভাষায় গোটা মুসলিম উম্মাহকে গোমরাহ তথা পথভ্রষ্ট বলে আখ্যায়িত করেছেন। যেমন, খোতবাতে মওদূদী গ্রন্থে পরিস্কার ভাষায় বলেছেন, হানাফী, সুন্নী (আহলে সুন্নাত ওয়াল জামায়াত), দেওবন্দী, আহলে হাদীস, ব্রেলভী ও শিয়া ইত্যাদি দলগুলো চরম মূর্খ ও অজ্ঞ। অন্য জায়গায় মওদূদী লিখেছেন- আমাদের বিশ্বাস যে, এ দাওয়াত এবং এ কর্মনীতি (জামায়াতে ইসলামীর নীতি) ছাড়া বাকী সকল দাওয়াত ও নীতিগুলো সম্পূর্ণ ভ্রান্ত ও বাতিল। তরজামানুল কোরআন, খন্ড ২৬, সংখ্যা: ৩/১১১ অথচ, যে ব্যক্তি গোটা মুসলিম উম্মাহকে গোমরাহ বলবে, কুরআন সুন্নাহ তথা শরীয়তের মূলনীতি অনুযায়ী সে নিজেই গোমরাহ তথা পথভ্রষ্ট। বিঃদ্রঃ আল্লামা আহমদ শফীসহ বিশ্বের বহু ওলামায়ে কেরাম মওদূদীর পথভ্রষ্টতা সম্পর্কে অসংখ্য বই পুস্তক রচিত করেছেন। বিস্তারিত জানার জন্য সেগুলো দেখা যেতে পারে।
Posted on: Mon, 14 Oct 2013 15:47:08 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015