হায়রে! এশেজ টেস্টে - TopicsExpress



          

হায়রে! এশেজ টেস্টে অস্ট্রেলিয়ানদের বিপক্ষে কয়েকটা ভুল ডিসিশান যাওয়ায় সারা ক্রিকেটবিশ্বে তোলপাড়! সবখানে আম্পায়ারদের মুন্ডুপাত করা হচ্ছে! সব ক্রিকেট বিশেষজ্ঞ যেন আম্পায়ারদের মাথা ধড় থেকে আলাদা করে ফেলবেন! অথচ প্রতিটা সিরিজেই আমাদের বিপক্ষে কত ভুল ডিসিশান দেয় আম্পায়াররা! এইসব ভুল ডিসিশানের জন্য আমাদেরকে ম্যাচ পর্যন্ত হারতে হয়, কিন্তু তখন তো কেউ আমাদের পক্ষে টু শব্দ ও করেনা! হ্যা আমরা ওদের কথায় "ছোট টিম" হতে পারি কিন্তু উল ডিসিশান তো ভুল ডিসিশানই! আসলে আমাদের বোর্ড হচ্ছে বোবা, ওরা পারেনা আইসিসির কাছে অফিশিয়ালি কমপ্লেন করতে? আসলে করলেও লাভ হতনা, আমরা তো আর ইন্ডিয়া নই যে আমাদের কমপ্লেন শুনে আইসিসি আম্পায়ারদের বিরুদ্ধে ব্যাবস্থা নিবে! আমরা তো আর আইসিসিকে কিনে রাখিনি! #arif
Posted on: Sun, 14 Jul 2013 15:59:56 +0000

Trending Topics



El Programa Nacional Alerta AMBER

Recently Viewed Topics




© 2015