হয়তো কালকেই জীবনের - TopicsExpress



          

হয়তো কালকেই জীবনের পথ ভিন্ন রকম হয়ে যেতে পারে,ভেংগে যেতে পারে কিছু স্বপ্ন মুকুলেই।কিছু ইচ্ছা,কিছু চাওয়া,চাঁপা পরে যেতে পারে ব্যার্থতার গ্লানিতে।কেও হাসি মুখে দুই আংগুল উঁচু করে বিজয় উল্লাস করবে,আবার কেও হয়তো সিটকিনি লাগিয়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদবে। কেওবা হয়তো বাড়ি ছাড়া হবে, কেওবা হয়তো গলায় উড়না পেঁচিয়ে........। শুধু পড়া শোনাতেই ভাল রেজাল্ট করা যায় না। কিংবা কেও খারাপ করলে সারা বছর পড়ে নি এমনও না।শ্রমের মূল্ল্য পাবেই। কিছু মানুষ আগে থেকেই রেজাল্ট জানে।কেও ভাল করলে বলবে, এ স্টুডেন্ট ভাল করবে তা আগে থেকেই জানি,আবার এই স্টুডেন্টই যদি খারাপ করে তাহলে বলবে এ যে খারাপ করবে তা আগে থেকেই জানি। সারাদিন শুধু টইটই করে ঘুরেছে। এটাই বাস্তব,এটাই সত্য। দেখবেন যে সকল আত্তীয়রা কোন দিন একটা মিস কল দিত না,কাল তারাও ফোন করবে। ভালো হলে বাহবাহ,খারাপ হলে গোল্লায় যা,কিচ্ছু হবে না তোকে দিয়ে।এটাও বাস্তব। জানিনা কালকের পর কারো সামনে দাঁড়ানোর মুখ থাকবে কিনা। সবার জন্য দুয়া করি।সবার মনের আশা পুর্ন করুক আল্লাহ,সেই সাথে আমারো।দুয়া করবেন আমার জন্যও।আমি নিজেও পরিক্ষা দিয়েছি। ফি আমানিল্লাহ। #C
Posted on: Tue, 12 Aug 2014 10:08:26 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015