১৯৮৪ সালের ২রা ডিসেম্বর - TopicsExpress



          

১৯৮৪ সালের ২রা ডিসেম্বর মধ্যরাতে ভারতের ইতিহাসে সবচেয়ে বড় শিল্পদু্র্ঘটনা ঘটেছিল । বহুজাতিক ইউনিয়ন কার্বাইডের প্ল্যান্ট থেকে বিষাক্ত মিথাইল আইসোসায়ানেট গ্যাস লিক করে ১৫ হাজারের বেশি মানুষের মৃত্যু হয় এবং ৫ লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত হয় । এখনো মুখ্য অভিযুক্ত ইউনিয়ন কার্বাইডের তৎকালীন চেয়ারম্যান ওয়ারেন অ্যান্ডারসনের কোন শাস্তি হয় নি । যৎসামান্য ক্ষতিপূরণের মাধ্যমে ভারত সরকার বিষয়টি ধামাচাপা দিতে সফল হলেও এখনও ভুপালের মানুষ বিষগ্যাসের কুপ্রভাব থেকে পুরোপুরি মুক্ত হতে পারে নি। The Bhopal Disaster, also referred to as the Bhopal Gas Tragedy, was a Gas Leak Incident in India, considered the Worlds Worst Industrial Disaster. It occurred on the night of 2–3 December 1984 at the Union Carbide India Limited (UCIL) pesticide plant in Bhopal, Madhya Pradesh. Over 500,000 people were exposed to methyl isocyanate gas and other chemicals.
Posted on: Tue, 02 Dec 2014 07:09:57 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015