২০০৮-২০০৯ সিজন - TopicsExpress



          

২০০৮-২০০৯ সিজন শুরু। রোনালদিনহো ও কোচ রাইকার্ড বার্সা ছেড়ে যান ও পেপ গার্ডিওলা কোচের দায়িত্বে আসেন। মেসিকে দেওয়া হয় ১০ নাম্বার জার্সি। ২০০৮ সালেও তিনি ব্যালন ডি অরের জন্য মনোনিত হন ও এবারো তিনি ২য় হন। ২য় হওয়ার পর ম্যারাডোনা মেসিকে উদ্দেশ্য করে বলেন, "এই শেষ বার আমি তোমাকে ২য় হতে দেখলাম। এর পর যেন তোমাকে সব সময় ১ম হতে দেখি।" তারপরতো শুধুই ইতিহাস। তখন থেকে এখন পর্যন্ত পর পর ৪ বার ব্যালন ডি অর জয়ি প্লেয়ার মেসি। ২০০৮-২০০৯ সিজনে দলকে ট্রেবল জেতান। ২০০৯-২০১০ সিজনে লীগে ৩৪ গোল করে জিতেন ১ম গোল্ডেন বুট। এর পর ২০১১-২০১২ সিজনে লীগে ৫০ গোল ও এই সিজনে লীগে ৪৬ গোল করে জিতেন পর পর ২ বার গোল্ডেন বুট। লিওনেল মেসিই এখন বিশ্বের একমাত্র প্লেয়ার যিনি ৪ বার ব্যালন ডি অর ও ৩ বার গোল্ডেন বুট জিতেন। তিনি শুরু করেছিলেন একদম শুন্য থেকে। এখন তিনি সবার উপরে। বিশ্ব সেরা প্লেয়ার লিও মেসি। আমাদের লেজেন্ড মেসি। Like=Respect BOSS al_mabrur
Posted on: Tue, 30 Jul 2013 10:29:55 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015