২০৩৫ সাল । এই বছরই - TopicsExpress



          

২০৩৫ সাল । এই বছরই বাংলাদেশ দল ক্রিকেটের নতুন পরাশক্তি আফগানিস্তানকে হারিয়ে আবারো বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে । ২০৩৫ বিশ্বকাপসহ বাংলাদেশ পরপর দুইবার বিশ্বচ্যাম্পিয়ন হলো । আগে অবশ্য আরো একবার চ্যাম্পিয়ন হয়েছিলো ২০১৯ সালে । ব্যাস্ত সময় কাটছে বাংলাদেশি ক্রিকেটারদের । অষ্ট্রেলিয়া ইংল্যান্ড আর আফ্রিকাসহ যত ভাল ভাল দল আছে সবাই শুধু শিডিউলের অপেক্ষায় বাংলাদেশ দলকে সবাই আমন্ত্রন জানাচ্ছে তাদের দেশে গিয়ে খেলার জন্য ।ওই দিকে ইন্ডিয়া আর পাকিস্তানের কাছ থেকেও বিসিবির নিকট নিমন্ত্রন পত্র জমা পড়েছে । বলে রাখা ভালো এই দুই দলই সর্বশেষ বিশ্বকাপে বার্মুডা আর কেনিয়ার সাথে যথাক্রমে ৯ উইকেট ও ১১৭ রানের বিশাল ব্যাবধানে হেরে প্রথম রাউন্ড থেকে বিদায় নিয়েছে । কিন্তু বিসিবি কাকে রেখে কাকে শিডিউল দিবে এ নিয়ে পড়েছে মহা ঝামেলায় । বিসিবিতো ভালো ভালো দেশগুলাকেই শিডিউল দিতে পারেনা সেই যায়গায় ভারত পাকিস্তানের মত দলকে কেমনে শিডিউল দিবে,এমনইতো হওয়ার কথা তাইনা ? কিন্তু বিসিবি তা করলনা । বিসিবি আফ্রিকা অষ্ট্রেলিয়া আর ইংল্যান্ডের মত দলকে ফিরিয়ে দিল । তারপর ইন্ডিয়া আর পাকিস্তানকে নিয়ে একটি ত্রিদেশীয় ম্যাচের আয়োজন করলো ।(যদিও তারা ২০১০/১২ এর দিকে বাংলাদেশ দলের সাথে খেলতে চাইতনা,কিন্তু বাংলাদেশতো আর ওদের মতোনা ) । এবং ইন্ডিয়ান ক্রিকেট বোর্ডের সভাপতি সুরেশ রায়না আর পাকিস্তান ক্রিকেট বোর্ডের সভাপতি মোহাম্মদ হাফিজের অনুরোধ রক্ষা করলো । ওই টুর্নামেন্টে ভারত বাদ পড়লো প্রথম রাউন্ড থেকে তারপর ফাইনার খেলা অনুষ্ঠিত হলো বাংলাদেশ আর পাকিস্তানের মধ্যে । তো ফাইনালে বাংলাদেশ দল প্রথমে ব্যাট করতে নেমে পাকিস্তানি বোলাররা হঠাত করে এত ভাল পারফর্ম করলো যে বেশি রান করতে পারেনি । দ্বীতিয় ইনিংসে ফিল্ডিংয়ে নামলো বাংলাদেশ দল নেমেই পাকিস্তানি ব্যাটসম্যানদের প্রতিরোধের মুখে পড়লো বাংলাদেশি বোলাররা । তখন বাংলাদেল দলের কেপ্টেন ও সবচেয়ে সিনিয়র খেলোয়ার মোসাদ্দেক হোসেনের বুদ্ধিদীপ্ত কেপ্টেন্সির কারনে পাকিস্তানি ব্যাটসম্যানদের আটকাতে সক্ষম হন । কাকতালীয়ভাবে ঐ ম্যাচটা পাকিস্তান ২ রানের জন্য হেরে যায় । তখন পাকিস্তানি ক্রিকেটারদের প্রায় সবাই কান্নায় ভেঙ্গে পড়ে ।কারন ইন্ডিয়া আর পাকিস্তান ক্রিকেট অনুরাগীদের সামনে এমন আনন্দের উপলক্ষ বছরে কমই আসে । কিছুদিন পর পত্রিকায় নিউজ আসে যে বাংলাদেশের কাছে ফাইনালে পাকিস্তান হারার কারনে সহ্য করতে না পেরে পাকিস্তানে অন্তত ১৫ জন ক্রিকেটপ্রেমী আত্মহত্যা করেছে ন ।
Posted on: Sat, 02 Nov 2013 16:33:04 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015