২৪ ঘণ্টার মধ্যেই শেষ হয়ে - TopicsExpress



          

২৪ ঘণ্টার মধ্যেই শেষ হয়ে গেছে ৫এস-এর পুরো সেপ্টেম্বর মাসের স্টক আইফোন ৫ স্মার্টফোনের ম্যাপিং অ্যাপ্লিকেশনের ব্যর্থতা আর শীর্ষপ্রতিদ্ব›দ্বী স্যামসাং গ্যালাক্সি এস৪-এর উপস্থিতির মধ্যেও আইফোনের জনপ্রিয়তা যে কমেনি, তা প্রমাণ করে দিয়েছে টেক জায়ান্ট অ্যাপল। বিক্রি শুরু হতে হতে না হতেই আইফোনের নতুন মডেলের স্টক শেষ। প্রযুক্তিসংবাদ বিষয়ক সাইট ম্যাশএবল এক প্রতিবেদনে জানিয়েছে, বিক্রি শুরু হওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই শেষ হয়ে গেছে ৫এস-এর পুরো সেপ্টেম্বর মাসের স্টক। অন্য এক প্রতিবেদনে ফরচুন ম্যাগাজিন জানিয়েছে, আইফোন ৫এস বিক্রি শুরু হওয়ার ২৪ ঘণ্টা পার হওয়ার আগেই প্রিঅর্ডার পাওয়া ৫এস-এর সরবরাহের তারিখ পাল্টে দিয়েছে অ্যাপল। tunerpage/archives/281030 অ্যাপলের অনলাইন স্টোরের সর্বশেষ আপডেট অনুযায়ী, ৫এস-এর গোল্ড মডেলটি তো বটেই, কালো এবং ধূসর কেসিংয়ের ৫এস-এরও সরবরাহ শুরু হবে অক্টোবর মাসে। আরো তথ্য আছে - tunerpage/archives/281030
Posted on: Wed, 25 Sep 2013 02:40:00 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015